খেলাধুলা, অন্যান্য খেলা

নাদালকে হারিয়ে ফাইনালে জোকোভিচ

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ১২ই জুন ২০২১ ১১:৩৮:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্লে কোর্টের রাজাকে তাঁর কোর্টেই হারিয়ে ফাইনালের টিকিট কাটলেন নোভাক জকোভিচ।

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালকে ৩-১ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন এ সার্বিয়ান তারকা।

প্যারিসে ক্লে কোর্টের এই ক্লাসিকো উপভোগ করতে আসেন প্রায় ৫ হাজার দর্শক। সেমি-ফাইনালে আগের চারবারের চ্যাম্পিয়নকে ৩-৬, ৬-৩, ৭-৬(৭-৪), ৬-২ গেমে হারান বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর জোকোভিচ। ২০০৫ সালে অভিষেকের পর ক্লে কোর্টের গ্র্যান্ড স্ল্যামে এই নিয়ে মাত্র তৃতীয়বার হারলেন নাদাল। ২০০৯ সালে সোদারলিংয়ের কাছে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে হেরেছিলেন। এরপর ২০১৫ ও ২০২১ সালে দুবারই হারলেন জকোভিচের কাছে। গত আসরে জিতে পুরুষ এককে সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে রজার ফেদেরারের পাশে বসেছিলেন রাফা।

সেমিতে হেরে সে সুযোগ হাতছাড়া হলো এ স্প্যানিশ তারকার। আগামী রোববারের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ স্তেফানোস সিৎসিপাস।চার ঘণ্টার বেশি সময় স্থায়ী আরেকটি ক্ল্যাসিক ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বসিত জোকোভিচ।

আরও পড়ুন