জাতীয়

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ১৬ই জানুয়ারি

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে নভেম্বর ২০২১ ০৫:২৬:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব  হুমায়ূন কবীর খোন্দকার।

তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ই ডিসেম্বর এবং যাচাই-বাছাই ২০শে ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৭শে ডিসেম্বর।

একই তারিখে শূন্য হওয়া টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত। এছাড়া নোয়াখালী, যশোরের ঝিকরগাছা, নাটোরের বাগাতিপাড়া, চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নির্বাচন এবং নাটোর পৌরসভার স্থগিতকৃত নির্বাচনও ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবির খোন্দকার জানান, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতায় জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২২শে ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী বর্তমান জনপ্রতিনিধিদের মেয়াদ ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। বিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৬ মাসের মধ্যে নির্বাচন দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাব অনুযায়ী চলতি বছরের ১১ আগস্ট থেকে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারির মধ্যে ভোটগ্রহনের বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন