রাজধানী, নারী

নারী নির্যাতন বন্ধে ১১ দফা সুপারিশ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে ডিসেম্বর ২০২০ ০৯:২৫:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারী, শিশু ও অন্যান্য নির্যাতন বন্ধে ১১ দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ করেন সংস্থার সভাপ্রধান অ্যাডভোকেট সালমা আলী।

ধর্ষণের শিকার নারী ও শিশুদের জন্য সার্বিক আইনি সহায়তা এমন হওয়া উচিত যেখানে ভিকটিমকে কেন্দ্রে রেখে সুরক্ষা বলয় নিশ্চিত করা যায় বলে মত দেন বক্তারা। দ্রুত বিচারের পাশাপাশি আধুনিক ফরেনসিক প্রযুক্তি ব্যবহার করে কেস সমুহের যথাযথ তদন্ত নিশ্চিত করার দাবি করেন তারা।

সংস্থাটির হিসাব মতে ২০২০ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারাদেশে নারী ও শিশু সংক্রান্ত চলমান মামলার সংখ্যা ১৮ হাজার ২শ' ২১টি। বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।

আরও পড়ুন