জাতীয়

নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন, এখনই কোনো মন্তব্য নয়

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শনিবার ৬ই জুন ২০২০ ০৯:২৪:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় এখনই কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন কনক কান্তি বড়ুয়া।

আওয়ামী লীগের সিনিয়র নেতা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। আর এখনি তার অবস্থা নিয়ে কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসক কনক কান্তি বড়ুয়া। পর্যবেক্ষণে রয়েছেন করোনা আক্রান্ত মোহাম্মদ নাসিম। গঠন করা হয়েছে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হঠাৎ করে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে পহেলা জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস শনাক্ত হয়।

মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পালন করছেন তিনি। জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে স্বাস্থ্য, স্বরাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন