বিনোদন, জাতীয়, অন্যান্য

না ফেরার দেশে সংগীত পরিচালক পৃথ্বীরাজ চৌধুরী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৫ই ডিসেম্বর ২০১৯ ১০:১৬:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গায়ক, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ চৌধুরী আর নেই। নিজ স্টুডিওতে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাত তিনটার দিকে পরিবারের লোকজন তাকে রাজধানীর সিটি হসপিটালে নেয়ার পর জরুরি বিভাগে ভর্তি করা হয়। ভোর সাড়ে চারটার দিকে মারা যান তিনি।

গতকাল রাত ১০টার দিকে কাজ করার জন্য ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান পৃথ্বী। এরপর রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত ফোনে সাড়া না দেয়ায় আতংকিত হয়ে পড়েন সবাই এবং স্টুডিওতে যান। অনেকবার দরজা নক করেও ভেতর থেকে পৃথ্বীরাজের সাড়া না পাওয়ায় স্টুডিওর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় তিনি চেয়ারেই নিস্তেজ হয়ে পড়ে আছেন।

সম্প্রতি পৃথ্বীরাজের পরিচালনায় শিল্পী রেহানের গাওয়া 'আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না' শিরোনামে গানটি জনপ্রিয়তা পায়। পৃথ্বীরাজ চৌধুরী এবিসি রেডিওতে কর্মরত ছিলেন।

আরও পড়ুন