বিপিএল

নিজেদের প্রথম ম্যাচে আজ লড়বে কুমিল্লা ও সিলেট

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ২২শে জানুয়ারী ২০২২ ০৮:৪১:০১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিপিএলে আজকের প্রথম ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স।

মিরপুরে ম্যাচ শুরু বেলা সাড়ে ১২টায়। শিরোপা পুনরুদ্ধারের মিশনটা জয় দিয়ে শুরু করতে চায় কুমিল্লা।

বিপিএলের ড্রাফটের আগেই ডু প্লেসি, সুনিল নারিন, মঈন আলীর মত টি-টোয়েন্টি ক্রিকেটের তির মেগাস্টারকে দলে ভেড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফটে লিটন, ইমরুল, মুস্তোফিজের অন্তর্ভুক্তি কাগজে কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে ভিক্টোরিয়ান্সকে।

২০১৯ সালে কুমিল্লাকে শিরোপা এনে দিয়েছিলেন ইমরুল। এবারেও ফ্র্যাঞ্চাইজিটি ভরসা রাখছে তার উপরই। দলটির শক্তিশালী ব্যাটিং লাইনআপের উপর আস্থা রাখছেন ফাফ ডু প্লেসি। জানান, প্রত্যাশা জয় দিয়ে আসর শুরু করার। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি বলেন, আশা করছি এবারের উইকেটটা স্পোর্টিং হবে। তাই ক্রিকেটাও ভালো হবে। দলে লিটন-ইমরুলে মত অভজ্ঞ ব্যাটসম্যান রয়েছে। সব মিলিয়ে আমাদের ব্যাটিং লাইনআপটা শক্তিশালী। তাই কিছুটা নির্ভার রয়েছি। আমাদের মুল লক্ষ্য শিরোপা পনুরুদ্ধার করা। জয় দিয়েই আসর শুরু করতে চাই।

এদিকে, বড় কোন তারকা না থাকলেও, তাসকিন, মোসাদ্দেক, মিঠুনের মত ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরর্মারদের নিয়ে গড়া দল সিলেট সানারাইজার্স।কেসরিক ইউরিয়ামস, কলিন ইনগ্রামরা দলটির শক্তি বাড়িয়েছে বহুগুনে। কুমিল্লার বিপক্ষে মাঠে নামার আগে শেষবারের মত নিজেদের ঝালিয়ে নিয়েছেন সোহাজ গাজী, অলক কাপালিরা। 

শিষ্যদের উপর পূর্ণ আস্থা কোচ মারভিন ডিলনের। শিরোপার দিকে নজর রেখেই আসর শুরু করতে চান এই ক্যারিবিয় কোচ। 

সিলেট সানরাইজার্সের কোচ মারভিড ডিলন বলেন, তারুণ্য ও অভিজ্ঞতার দারুন সংমিশ্রন রয়েছে দলটিতে। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে আপাতত ভাবছিনা। আমাদের ম্যাচ জিতানোর মত ক্রিকেটার রয়েছে। মাঠে পারফরম করাটাই গুরুত্বপূর্ণ। শিরোপার দিকে লক্ষ্য রেখেই আমরা আসর শুরু করবো।

জয় দিয়ে আসর শুরু করার লক্ষ্য কুমিল্লা ও সিলেটের, মাঠের লড়াইয়ে সেই লক্ষ্য পুরণে কারা এগিয়ে থাকবেন, কে হাসবেন শেষ হাসি, ইমরুল কায়েস নাকি মোসাদ্দেক সৈকত?

আরও পড়ুন