জেলার সংবাদ, অপরাধ

নিম্নমানের স্যানিটাইজার উৎপাদন: এক প্রতিষ্ঠানকে জরিমানা

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৮ই এপ্রিল ২০২০ ০৭:২১:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের সুযোগ নিয়ে সাভারে অনুমোদনহীন ও নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও সরবরাহ করার দায়ে এক অসাধু প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ই এপ্রিল) রাতে, ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের উলাইলে যানবাহনে তদারকির চেকপোষ্টে অটোরিকশা করে নিয়ে যাওয়ার সময় এসব মালামাল জব্দ করেন সাভারের নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল্লাহ আল মাহফুজ। এসময় জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনার সুযোগ নিয়ে সাভার ভার্কুতা এলাকায় মা টেডার্স নামে একটি প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ তৈরি করে সাভারের বিভিন্ন দোকানে সরবরাহের চেষ্টা করছিলো।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করাসহ কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন