জেলার সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: নারীসহ নিহত ৩, আহত ৩০

এ. এস. এম রেজওয়ানুছ সাদাত

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ০১:২৪:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই নারী ও বাস চালকের সহকারীর প্রাণহানি।

আজ শুক্রবার হবিগঞ্জের বাহুবল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কামাইছড়া এলাকায় দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাতগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী।

ওসি জানান, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের দুই নারী যাত্রী  এবং বাস চালকের সহকারীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। দু’জন হলেন বাস চালকের সহকারী আবু সাঈদ (৩০) এবং অন্যজন কমলা বেগম (৩৫)। সাঈদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার মড়ুয়া গ্রামে। কমলা বেগমও একই উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় নিহত অন্য নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে, তিনি সনাতন ধর্মের বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ইতোমধ্যে ক্রেন দিয়ে গাড়ির নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন