বাংলাদেশ, অপরাধ, রাজধানী

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ২২শে জানুয়ারী ২০২২ ০২:৩৯:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও উত্তর সরবরাহ করছে একটি চক্র। এই চক্রের ১০ সদস্যকে রাজধানীর মিরপুর, তেজগাঁও ও কাকরাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুরে ফাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব কথা জানান। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বরখাস্ত সরকারি কর্মকর্তা ও উপজেলা ভাইস চেয়ারম্যান রয়েছেন বলেও জানান তিনি।

এ কে এম হাফিজ আক্তার বলেন, দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করে এই চক্র। এদের কিছু সদস্য এর আগেও গ্রেপ্তার হয়েছিল। চক্রটি বিভিন্ন সোশ্যাল অ্যাপস ব্যবহার করে পরীক্ষার হল থেকে প্রশ্ন ফাঁস করে। এরপর বাইরে থাকা আর একটি গ্রুপ প্রশ্নের সমাধান করে স্মার্ট ওয়াচ, ইয়ার ডিভাইস ও মোবাইলে এসএমএসের মাধ্যমে উত্তর পাঠায়। এই চক্রের সঙ্গে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

তিনি আরও জানান, অডিটর পদের জন্য তারা কিছু মানুষকে টার্গেট করে। নগদ টাকা, ব্যাংকের চেক, স্ট্যাম্প পেপার, চলমান পরীক্ষার প্রবেশ পত্র এবং প্রশ্নসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন