আন্তর্জাতিক, এশিয়া

নেপালে বন্যা-ভূমিধসে ৪৩ জনের মৃত্যু, নিখোঁজ ৩০

ফারুক হোসাইন

ডিবিসি নিউজ

বুধবার ২০শে অক্টোবর ২০২১ ০৫:৫৬:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩০ জন। এদিকে, খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান।

টেলিভিশন প্রচারিত ফুটেজে দেখা গেছে, বন্যার পানিতে তলিয়ে গেছে ধানের ক্ষেত। উপচে পড়া নদীতে সেতু, সড়ক এবং বাড়িঘর ভেসে গেছে।

রাজধানী কাঠমণ্ডু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলের সেতি গ্রামে বন্যার পানিতে আটকে পড়েছে অন্তত ৬০ জন। ক্রমাগত বৃষ্টির কারণে তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্ষা মৌসুমে নেপালে এমন আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা যায়। দেশটিতে সাধারণত জুনের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত এমন আবহাওয়া থাকে। এবার অক্টোবরেও তেমন আবহাওয়া দেখা দিয়েছে। আবহাওয়া বিভাগ সতর্ক করেছে আগামী কয়েক দিন আরও বৃষ্টি হতে পারে ।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী দুই দিন কিছু কিছু স্থানে ভারি বৃষ্টি এবং পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।





আরও পড়ুন