বাংলাদেশ, জেলার সংবাদ

নোয়াখালীতে পণ্যবাহী জাহাজ ডুবিতে নিখোঁজ ১৪

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই আগস্ট ২০২০ ১০:৪৭:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালীর হাতিয়ার সন্দ্বীপ চ্যানেলে বৈরী আবহাওয়ায় ডুবে গেছে দুটি পণ্যবাহী লাইটারেজ জাহাজ। এ ঘটনায় অন্তত ১৪ নাবিক নিখোঁজ রয়েছেন। ১৫ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ই আগস্ট) সকাল সাতটায় সন্দ্বীপ চ্যানেলের গভীর সমুদ্রে এমভি পিটি-১৪ ও এমভি আক্তার বাণু নামের দুটি জাহাজ ডুবে যায়।

বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তারা জানান, পণ্যবাহী জাহাজ দুটি বৃহস্পতিবার রাতে নারায়গঞ্জের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

এদিকে এসব জাহাজের নিয়মিত কারিগরী বিষয় পরীক্ষা করা হয় না। সার্ভে করা হয় নামমাত্র ফলে সাগর একটু উত্তাল হলেই দুর্ঘটনা ঘটে যায় বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন