আন্তর্জাতিক, ইউরোপ

ন্যাটোতে স্থায়ী মিশন স্থগিত করল রাশিয়া

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে অক্টোবর ২০২১ ০৮:২৪:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে স্থায়ী মিশন স্থগিত করছে রাশিয়া।

জোটটি থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আট কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিবাদে মস্কো এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি জানান, এই স্থগিতাদেশ নভেম্বরের প্রথম দিকে কার্যকর হবে। পাশাপাশি মস্কোয় জোটটির সামরিক  মিশনের কার্যক্রমও স্থগিত করেছে ক্রেমলিন। 

আগামী মাস থেকেই ওই মিশনের কর্মীদের কাজের অনুমতিপত্র প্রত্যাহার করে নেওয়া হবে। ন্যাটো সদস্যদের জরুরি কোনো তথ্যের ব্যাপারে বেলজিয়ামে থাকা রুশ রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করত বলা হয়েছে। 

এর আগে চলতি মাসের প্রথম দিকে ন্যাটো জোটে থাকা আট রুশ কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বরখাস্ত করা হয়। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

আরও পড়ুন