আন্তর্জাতিক, ভারত

নয়াদিল্লিতে ১৪৪ ধারা জারি

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৯:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ট্রাম্পের ভারত সফরের মধ্যেই গত ২৪ ঘণ্টায় নয়াদিল্লিতে সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় একশ’ মানুষ। পরিস্থিতির অবনতি হওয়ায় বেশ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সকালে আবার মৌজপুর এবং ব্রক্ষপুরীতে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

এদিকে, সংঘর্ষের সময় মৌজপুরে রিকশার যাত্রীদের মালামাল লুটের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোরে কারওয়াল নগরে একটি টায়ার কারখানায় আগুন ধরিয়ে দেয় দুস্কৃতকারীরা। পরিস্থিতি খুবই উদ্বেগজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে দিল্লি পুলিশ। সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে পুলিশ।  

এদিকে, আজও জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর গোকুলপুরীসহ বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে উত্তর পূর্ব দিল্লির সব সরকারি এবং বেসরকারি স্কুল।  

 

আরও পড়ুন