আন্তর্জাতিক, ভারত

পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বনমন্ত্রী

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে জানুয়ারী ২০২১ ০৮:২২:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পদত্যাগ করেছেন পশ্চিবঙ্গের বনমন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দোপাধ্যায়। সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের প্রতি ক্ষোভ থেকেই পদত্যাগ করেছেন তিনি।

রাজীব বলেন, আরো আগেই মন্ত্রীত্ব ছাড়তে চাইলেও, দলীয় প্রধানের অনুরোধেই এতদিন রাজ্য সরকারে ছিলেন।

শুক্রবার মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।

তবে, বিজেপিতে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এখনো কিছু ঠিক করেননি। তবে, বিজেপির পক্ষ থেকে তাকে দলে যোগ দেয়ার আমন্ত্রণ দিয়ে রাখা হয়েছে। 

সম্প্রতি বেশ কয়েকজন প্রভাবশালী নেতা দল ছাড়ায় পশ্চিমবঙ্গে বেকায়দায় তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগমুহুর্তে রাজীবের পদত্যাগ এ অবস্থায় বড়া ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন