আন্তর্জাতিক, ভারত, বিজ্ঞান ও প্রযুক্তি

কাজের পরিবেশ খারাপ হওয়ায় ভারতে আইফোন কারখানা বন্ধ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে ডিসেম্বর ২০২১ ০৩:০৯:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাজের পরিবেশ খারাপ হওয়ায় ভারতের একটি আইফোন উৎপাদন কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে অ্যাপল।

খাদ্যে বিষক্রিয়াসহ শ্রমিকদের থাকার পরিবেশের মান নিয়ে বিক্ষোভের জেরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও অ্যাপলের এক অডিটেও দেখা যায় কর্মপরিবেশের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে পারছে না কোম্পানিটি।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, দক্ষিণ ভারতের ফক্সকন নামের ওই কোম্পানির খাবার খাওয়ার পর আড়াইশো নারী কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অন্তত দেড়শো জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। পরিস্থিতির জন্য ক্ষমা চাওয়ার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দেয় ফক্সকন।

সংস্থার এই পদক্ষেপকে সাধুবাদ দিয়েছেন কেন্দ্রীয় আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী টুইট করে বলেন, কাজের পরিবেশের বিষয়ে অভিযোগের প্রতিক্রিয়ায় আপেল সংস্থা ভাল সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ফক্সকনইন্ডিয়া দ্রুত এই ত্রুটি সংশোধন করবে এবং ইলেক্ট্রনিক ক্ষেত্রে আরও বিনিয়োগ করবে এবং তাদের ব্যবসা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন