আন্তর্জাতিক, ভারত, ভ্রমণ

পর্যটকদের জন্য ভিসা চালু করছে ভারত

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই অক্টোবর ২০২১ ০৯:৪৩:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেড় বছর পর পর্যটকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে ভারত। ১৫ই অক্টোবর থেকে চার্টার্ড ফ্লাইটের যাত্রীদের জন্য ভিসা চালু করা হবে।

বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুরুতে শুধু চার্টার্ড ফ্লাইটের যাত্রীদের ভিসা দেয়া হবে। সাধারণ পর্যটকরা এখনই এ ভিসা পাবেন না। সাধারণ ফ্লাইটে ভারতে যাওয়া পর্যটকদের জন্য ভিসা চালু হবে ১৫ই নভেম্বর থেকে। এছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোভিড বিধিনিষেধগুলো প্রবেশের পর সকল ট্যুরিস্টদের মেনে চলতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল, প্রথম ৫ লাখ ট্যুরিস্ট ভিসা একদম বিনামূল্যে দেয়া হবে। কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন, আতিথেয়তা এবং বিমান পরিবহণ খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে। 

করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছরের মার্চ থেকে ভিসা এবং আন্তর্জাতিক ভ্রমণের ওপর বিধিনিষেধ দেয় ভারত সরকার। বিশ্বের অনেক দেশের মতো করোনায় বিপর্যস্ত হয় দেশটি। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার আবার ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন