বাংলাদেশ, ভ্রমণ, জেলার সংবাদ, কোথায় বেড়াবো

বরগুনার সুরঞ্জনায় দিন দিন বাড়ছে পর্যটকদের ভিড়

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে ফেব্রুয়ারি ২০২২ ১২:০৩:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সম্প্রতি বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একদিকে সুন্দরবন, আরেকদিকে বঙ্গোপসাগর, পাশাপাশি ছোট ছোট আকর্ষণীয় সব স্নিগ্ধ দ্বীপবন জেলাকে করেছে অনন্য। 

এমন এক নৈস্বর্গিক পরিবেশে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে সুরঞ্জনা ইকো টুরিজম সেন্টার এন্ড রিসোর্ট। নিমিষেই চোখ জুড়িয়ে যাবে। সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বরইতলা সংলগ্ন বিষখালী ও খাকদোন নদীর মোহনায় নির্মাণ হয়েছে এমন সুন্দর একটি টুরিস্ট স্পট।

সিগ্ধ বনভূমিকে ঘিরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রে মুগ্ধ ভ্রমণপিপাসুরা। দর্শনার্থী মতে, সম্পূর্ণ জায়গাটাই দেখতে অসাধারণ। সময় কাটানোর জন্য নিরিবিলি ও নিরাপদ জায়গা এটি।

পর্যটন বিশ্লেষকরা বলছে, অনুকূল পরিবেশ পেলে সুরঞ্জনার মত বেসরকারি উদ্যোগে জেলার বিভিন্ন বনভূমিকে ঘিরে গড়ে উঠতে পারে আরও অনেক রিসোর্ট। কর্মসংস্থান হতে পারে হাজারো তরুণের।

বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহবায়ক হাসানুর রহমান ঝন্টু বলেন, 'যে উদ্দীপনা নিয়ে একদল তরুণ সুরঞ্জনা ইকো টুরিজম সেন্টার এন্ড রিসোর্টটি পরিচালনা করছে তা ইতিমধ্যেই অনেক জায়গাতে প্রশংসিত হয়েছে।'

ইকো টুরিজমের সব নীতিমালা অনুসরণ করে ট্যুরিজম সেন্টারটিতে মৎস্য যাদুঘর এবং পাখির অভয়ারণ্যসহ নানা পরিকল্পনা আছে উদ্যোক্তাদের।

সুরঞ্জনা ইকো টুরিজম এন্ড রিসোর্টের উদ্যোক্তা জাফরিন নিতু বলেন, 'আমরা প্ল্যান করেছি জলবাড়ি এক্সপ্রেস  নামের একটি হাউজ বোর্ড বানানোর। যেটার মাধ্যমে বঙ্গোপসাগরের আশেপাশে সুন্দরবনসহ অন্যান্য যে এলাকাগুলো আছে সেগুলোতে পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য।'

বরগুনা জেলা পর্যটন উন্নয়ন উদ্যোক্তা কমিটির সভাপতি অ্যাড. সোহেল হাফিজ বলেন, 'বাংলাদেশ পেড়িয়ে আমরা বহির্বিশ্বেও বরগুনার এই প্রাকৃতিক সৌন্দর্য যেন ছড়িয়ে দিতে পারি, সে জন্যেই মুলত এই সুরঞ্জনা ইকো টুরিজম সেন্টার এন্ড রিসোর্ট।'

বেসরকারি পর্যটন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, 'পর্যটন শিল্পটির বিকাশ করতে হলে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। পর্যটন কেন্দ্র স্থাপন করতে হলে যে ধরনের সাহায্য সহযোগীতা সরকারের পক্ষ থেকে করা দরকার সেটি আমরা করার চেষ্টপা করছি।'

আরও পড়ুন