ঘূর্ণিঝড় বুলবুল

পল্লী বিদ্যুতে ক্ষতি ২৩ কোটি ৫০ লাখ টাকার বেশি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ১১ই নভেম্বর ২০১৯ ০৬:৪৬:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে দেশের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি- ওজোপাডিকোর সম্মিলিত ক্ষয়ক্ষতির পরিমাণ ২৩ কোটি ৫০ লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা ডিবিসি নিউজকে এই তথ্য জানিয়েছেন।

এরমধ্যে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলের আরইবির ২১টা সমিতির। মোট ক্ষতি ১৬ কোটি টাকা। ঘূর্ণিঝড়ে ১৪শ’ খুঁটি উপড়ে গেছে আরইবির। এছাড়া, ওজোপাডিকোর ক্ষতির পরিমান ৬ কোটি ৮৭ লাখ টাকা।

বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির বিতরণ লাইনের ১ হাজার ১১৩টি খুঁটি উপড়ে গেছে। ওজোপাডিকোর ১১ কেবি ও ৩৩ কেবি লাইনেরও ক্ষতি হয়েছে। পিডিবির বিতরণ লাইনও ঝড়ের কবল থেকে রক্ষা পায়নি।

কুমিল্লা অঞ্চলে ক্ষতি হয়েছে ৬৬ লাখ টাকার সম্পদ। তিনটি প্রতিষ্ঠানেরই  উর্দ্ধতন কর্মকর্তারা জানিয়েছে, বেশিরভাগ জায়গাতেই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। যেখানে বাকি আছে, সেখানে আগামীকাল বা পরশুর মধ্যে স্বাভাবিক হবে।

আরও পড়ুন