বাংলাদেশ, সংস্কৃতি

পহেলা অক্টোবর থেকে ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২৯শে সেপ্টেম্বর ২০২১ ০১:৪৬:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামি পহেলা অক্টোবর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত ১২দিন ব্যাপী জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।

এবারের উৎসব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপজীব্য করে করা হবে বলে জানিয়েছেন গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের আহবায়ক গোলাম কুদ্দুস।

এ আয়োজন উপলক্ষে বুধবার জাতীয় শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উৎসবে ৩হাজার ৫০০ জন শিল্পী কলাকুশলী অংশ নিবেন। স্বাস্থ্যবিধি মেনে করা হবে এ আয়োজন।

নবমবারের মতো এউৎসবেঢাকা ও ঢাকার বাইরের শিল্পীরা থাকবেন তবে কোভিডের কারণে ভারতের কোনো নাট্যদল এবার অংশ নিবে না বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এবং মঞ্চ নাটক প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুরু হবে। মঞ্চ নাটকের টিকেট কাউন্টারে বিক্রি হবে বলে জানানো হয়। 

আরও পড়ুন