বিনোদন, টেলিভিশন, অন্যান্য

পাঁচ মাস পর আজ খুলছে মঞ্চ; লাল জমিন হবে প্রদর্শিত

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

শুক্রবার ২৮শে আগস্ট ২০২০ ১০:৪১:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে মঞ্চ নাটকের পর্দা উঠছে। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে আজ ‘লালজমিন’ নাটকের মঞ্চায়ন দিয়ে খুলছেন মঞ্চের দরজা।

করোনা মহামারীর কারনে লকডাউনে ছিলপুরো দেশ। স্থবির ছিল সব। ভয় আতঙ্কে কেটেছে, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ধীরে ধীরে সব খুলে দিচ্ছে। আজ থেকে খুলছে দেশের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র থিয়েটারগুলো। লকডাউনের দীর্ঘ বিরতির পর আজ মহিলা সমিতি মঞ্চ দিয়ে থিয়েটারের যাত্রা শুরু হচ্ছে।

আজ ‘লাল জমিন’ প্রদর্শিত হবে সন্ধ্যা সোয়া ৭টায়। মান্নান হীরা রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। জানা যায়, নাটক প্রদর্শনীর উদ্যোগটি নিয়েছেন মোমেনা চৌধুরী নিজেই। স্বাস্থ্যবিধি মেনেই এটি মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মোমেনা চৌধুরী বলেন, ‘এখন অফিস-আদালত, হাট-বাজার সবই চলছে; তাহলে থিয়েটার হবে না কেন? আমি নিজেও টেলিভিশনের কয়েকটি নাটকের শুটিং করলাম। সে কারণেই এ উদ্যোগটি নিয়েছি। সরকার ধীরে ধীরে সব খুলে দিচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মানতে শর্তারোপ করছে। আমরা সেটি মেনেই মঞ্চায়ন করছি। আমি মনে করি, এখন আর ঘরে বসে থাকার সময় নয়। আমাদের আরও বহুদিন করোনা নিয়ে বাঁচতে হবে।"

মহিলা সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, 'মিলনায়তন পুরোপুরি জীবাণুমুক্ত করার পাশাপাশি আগত দর্শকের শরীরের তাপমাত্রা মেপে থিয়েটারহলে প্রবেশ করানো হবে। পাশাপাশি দর্শকদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।''

মুক্তিযুদ্ধের সময় এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভয়ানক সব ঘটনা নিয়ে নাটক ‘লাল জমিন’। কিশোরীর সাদা ধবধবে জমিন, যুদ্ধের নয় মাসে কী করে একটা ‘লাল জমিন’ হয়ে ওঠে, তা নিয়েই এ নাটক। আজ ‘লাল জমিন’ নাটকের ২৪৪ তম প্রদর্শনী।

আরও পড়ুন