আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে করোনাভাইরাসে ৩২ জনের মৃত্যু

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২রা এপ্রিল ২০২০ ০৯:২২:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়েছে। দেশটিতে এ পর্যন্ত ২,৩৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৩২ জন মারা গেছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন পত্রিকার খবর অনুসারে, পাঞ্জাব প্রদেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। সেখানে এখন পর্যন্ত ৯১৪ জনের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এরপরেই রয়েছে সিন্ধু প্রদেশ; সেখানে আক্রান্ত হয়েছে ৭৫৩ জন। পাঞ্জাব প্রদেশ এ পর্যন্ত ১৫ হাজার ব্যক্তিকে করোনাভাইরাসের পরীক্ষার আওতায় আনা হয়েছে। আর সিন্ধু প্রদেশে এ পর্যন্ত সাত হাজার ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে।

এছাড়া, খায়বার-পাখতুনখোয়া প্রদেশে ২৭৬ জন, গিলগিট বালতিস্তানে ১৮৭ জন, বেলুচিস্তানে ১৬৪ জন, ইসলামাবাদে ৬২ জন এবং আজাদ কাশ্মীরে নয়জন আক্রান্ত হয়েছে।

এরইমধ্যে পাকিস্তান করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। পাকিস্তান সরকার জানিয়েছে, তারা করোনাভাইরাস মোকাবেলায় চীনের মডেল অনুসরণ করবে।

আরও পড়ুন