করোনাভাইরাস পরিস্থিতি

তিন মাস পর পাকিস্তানে রেকর্ড শনাক্ত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১২ই জানুয়ারী ২০২২ ০১:৫৯:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাড়ে তিন মাসের বেশি সময় পর পাকিস্তানে আবারও অবনতি হয়েছে করোনা পরিস্থিতির। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪ জন।

দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা ডন এর এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। গত ২৪শে সেপ্টেম্বর দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬০ জন।

বাইশ দিন পর প্রতিবেশী দেশটিতে মৃতের সংখ্যাও আবারো পৌঁছেছে ডাবল ডিজিটে। গত ২৪ ঘন্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এর আগে, গেল ২১শে ডিসেম্বর মৃতের সংখ্যা ছিলো ১০ জন। এছাড়া, দেশব্যাপি আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৭ শতাংশে।

এদিকে, গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ও মৃত্যু নথিভুক্ত হয়েছে সিন্ধু প্রদেশে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ এবং মারা গেছেন আরও ৯ জন।

এরপরের অবস্থানে আছে পাঞ্জাব, যেখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৪৪৫ ও ২ জন। ইসলামাবাদে আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। খাইবার পাখতুনখোয়ায় আক্রান্ত হয়েছেন ৫২ জন ও মারা গেছেন ২ জন। আজাদ জম্মু ও কাশ্মীরে ৭ জন এবং বেলুচিস্তান প্রদেশে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন