আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা, মৃত ৭

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে জুন ২০২০ ০১:০০:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জ ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক পুলিশ, দুই নিরাপত্তা কর্মী এবং চার হামলাকারী রয়েছে। এই ঘটনায় আহত হয়েছে দুই পুলিশসহ সাতজন।

করাচির পুলিশ প্রধান গোলাম নবী মোমেন জানান, একটি গাড়িতে করে চার বন্দুকধারীরা ঘটনাস্থলে এসে ভবনটিতে গ্রেনেড হামলা শুরু করে। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে।  পুলিশের গুলিতে চার হামলাকারীই নিহত হয়েছে। সন্ত্রাসীদের দুইজন ভবনের গেটে এবং দুইজন ভেতরে নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জের পরিচালক আবিদ হাবিব জানান, হামলার সময় ভবনটিতে সহস্রাধিক শেয়ার ব্যবসায়ী ও কর্মচারী ছিলেন। সর্বোচ্চ নিরাপত্তা থাকা ওই এলাকায় অনেক বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় রয়েছে।

আরও পড়ুন