পেট্রোল পাম্পে বিস্ফোরণ

পাবনায় অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে নভেম্বর ২০২১ ০৪:৪৯:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ যুবক মারা গেছে।

রবিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২৪ নভেম্বর বেলা ১১টায় ওই পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় তিন যুবক অগ্নিদগ্ধ হন। তাদের উদ্দার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শরীরের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। 

নিহত যুবক মতিউর রহমান (২১) নাজিরপুর খন্দকারপাড়া  মো: গোলজার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ওই পেট্রোল পাম্পে কাজ করতেন।

এই বিষয়ে পাম্পের মালিক আলম হাজী জানান, একটি ট্রাক তেল নেয়ার সময় দুইজন ট্রাকের ওপরে একজন সিগারেট খাচ্ছিল, তাদের মধ্য থেকে একজন পাম্পের ওপর জলন্ত সিগারেট ফেললে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। সেখানে থাকা তিনজন দগ্ধ হয়, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন