আন্তর্জাতিক, পাকিস্তান

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বাতিল

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

সোমবার ১৩ই জানুয়ারী ২০২০ ০৯:০৬:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশেষ আদালতে পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় লাহোর হাই কোর্টে বাতিল করে দিয়েছে। পাশাপাশি এই প্রক্রিয়াকে অসাংবিধানিক বলেছে হাইকোর্ট।

বিশেষ আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে মোশাররফের আবেদনে সোমবার লাহোর হাইকোর্ট এই রায় দেয়।

আবেদনের শুনানি শেষে তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ বলেছে, যেভাবে ওই মামলা করা হয়েছে, তাও আইনসম্মত হয়নি। ইসলামাবাদের ওই বিশেষ আদালত গত ১৭ই ডিসেম্বর দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে সর্বোচ্চ সাজার আদেশ দেয়।

২০০৭ সালের তেসরা নভেম্বর অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করা হয় মোশাররফকে । ১৯৯৯ সালে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা পারভেজ মোশাররফ এখন আছেন সংযুক্ত আরব আমিরাতে।

আরও পড়ুন