ভ্রমণ

পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকের ভীড়

সৈকত দাশ, বান্দরবান প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে ডিসেম্বর ২০১৯ ০৮:৫০:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। পর্যটকদের নিরাপত্তা দিতে সতর্ক রয়েছে প্রশাসন।

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবান। চারদিকে পাহাড় আর নদী বেষ্টিত বান্দরবানের সৌর্ন্দয দেখে মুগ্ধ হন পর্যটকরা। ছুটি পেলেই দেশের বিভিন্ন এলাকা থেকে বান্দরবানে ছুটে আসেন পর্যটকরা। নীলাচল, মেঘলা, নীলগিরি, স্বর্ণ জাদিতে ভীড় জমাচ্ছেন পর্যটকরা। কেউ এসেছেন বিশেষ দিনটি উদযাপন করতে, কেউ প্রকৃতি দেখতে, কেউ পরিবার পরিজনদের নিয়ে একসঙ্গে ঘুরতে।

ঘুরতে আসা এক পর্যটক বলেন, 'পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। পাহাড়ের ছোট ছোট ঘরগুলো আমাদের মুগ্ধ করেছে। আর, পাহাড়ি ঢালের মধ্যে দিয়ে রাস্তাগুলো এঁকেবেকেঁ যাচ্ছে তা খুব সুন্দর। বাংলাদেশটা যে এতো সুন্দর না এসে কাউকে বোঝানো যাবে না। সরকারের উচিত এই এলাকার উন্নয়নে বরাদ্দ বাড়ানো।'

আরেকজন পর্যটক জানান, 'ভ্রমণ করতে খুব ভালোবাসি। আগে এখানে আসিনি। আমি সাগরপাড়ের লোক। আমি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে এসেছি। নীলাচলটা দেখতে অনেক সুন্দর। এখান থেকে অনেক পাহাড় আর ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। এখানে এসে মানসিক তৃপ্তি পেয়েছি।'

প্রতিদিনই আগমন ঘটছে এমন হাজারো পর্যটকের। মেঘলার লেকের পানিতে ইঞ্জিন চালিত বোট নিয়ে ভেসে বেড়াচ্ছেন পর্যটকরা। ঝুলন্ত ব্রীজে হেঁটে পার হচ্ছেন এপার ওপার।

আবার নিজের স্মৃতিটুকু ধরে রাখার জন্য তুলছেন সেলফি। মেঘলার লেকের উপর নির্মিত রাইডে চড়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছেন কেউ কেউ।

ঘুরতে আসা এক কিশোরী বলেন, 'ব্রিজে হেঁটে পার হয়েছি বাবার হাত ধরে। ক্যাবল কারে চড়েছি। ক্যাাবল কার থেকে লেক, পাহাড় দেখেছি। অনেক সুন্দর।'

পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে বান্দরবানের ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক হৃদয় চাকমা বলেন, 'ট্যুরিস্টরা যাতে সুন্দরভাবে ঘুরে যেতে পারেন এবং যারা আসবেন তাদের নিরাপত্তার মধ্য দিয়ে সময় কাটিয়ে যেতে পারেন সেজন্য ট্যুরিস্ট পুলিশ থেকে সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।'

আরও পড়ুন