আন্তর্জাতিক, ইউরোপ

'পুতিনকে উৎখাতের প্রক্রিয়া চলছে'

আবু বকর

ডিবিসি নিউজ

রবিবার ১৫ই মে ২০২২ ০৪:১৫:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাতের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা কোনোভাবেই বন্ধ করা যাবেনা বলে দাবি করেছেন ইউক্রেন সেনাবাহিনীর মেজর জেনারেল কিরিলো বুদানভ।

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যেই এমন বক্তব্য আসল। স্কাই নিউজের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেন, 'আগামী আগস্টেই  ইউক্রেনে চলমান যুদ্ধ নতুন মোড় নেবে এবং চলতি বছরের শেষের দিকে এই যুদ্ধের অবসান হবে।

তিনি আরও বলেন, 'ইউক্রেন যুদ্ধে যদি রাশিয়া পরাজিত হয় তাহলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুগ শেষ হয়ে যাবে। এমনকি তার দেশ রাশিয়াও ভেঙে পড়বে।'

এসময় তিনি আরও বলেন, 'ইউক্রেন যুদ্ধের ফলাফল রাশিয়ার নেতৃত্বের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সবকিছু সেভাবেই চলছে।'

এসময় সাংবাদিকের আরও এক প্রশ্নের জবাবে কিরিলো বুদানভ বলেন, 'ভ্লাদিমির পুতিনের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থা অনেকটাই নাজুক। তিনি অনেক অসুস্থ।'

তিনি কোনো মিথ্যা প্রচারণা চালাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে মেজর বুদানভ বলেন, 'এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ, আমি যদি না জানি তাহলে কে জানবে এসব?'

এদিকে, বেশকিছুদিন থেকেই বিভিন্ন গণমাধ্যমের খবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতার খবর উঠে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোকে স্বাগত জানানোর সময় রুশ প্রেসিডেন্ট কাঁপছিলেন। তার পারকিনসন রোগ থাকায় এই ধরনের জল্পনা আরও বাড়ছে।

যদিও রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্টের অসুস্থতার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিবেদন সামনে আসেনি।

আরও পড়ুন