রাজনীতি

পুলিশি বাধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১লা মার্চ ২০২১ ০৭:৩৬:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কারাবন্দি লেখক মুশতাক আহমেদ এর মৃত্যু ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

সোমবার (১ মার্চ) বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের নেতাকর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ তাদের ব্যানারটি কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পুলিশী বাধা পেয়ে দলের নেতা-কর্মিরা দলীয় কার্যালয়ে ফিরে যায়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম,কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক জুবায়ের বাবু, বিএনপি নেতা রহিম নেওয়াজ।

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ শুরুর আগেই লাঠিপেটা করে পণ্ড করে দেয় পুলিশ।

আরও পড়ুন