জাতীয়, অর্থনীতি

পেঁয়াজের পর এবার দাম বাড়ল চালের

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই নভেম্বর ২০১৯ ০২:১৬:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কেজিতে ৬ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম

সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালের দাম। পাইকারি বিক্রেতারা বলছেন, মিল মালিককদের কারণেই দাম বেড়েছ। তাদের অভিযোগ, চালের বাজার নিয়ে সিন্ডিকেট করছেন মিলমালিকরা।

রাজধানীর কারওয়ান বাজার। চাল কিনতে এসে দাম বেশি দেখে ক্রেতাদের দর কষাকষি। ক্রেতারা বলছেন, মিনিকেট ৫০ কেজি ২৩'শ থেকে ২৪'শ টাকায় বিক্রি করছে, যা আগের চেয়ে অনেক বেশি।হঠাৎ করেই চালের বাড়তি দামের মুখে পড়েছেন তারা। 

পাইকারি বাজারের বিক্রেতারা বলছেন, চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনতে হচ্ছে তাদের। তাই বিক্রিতেও দর বেশি।

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট চালের মোকামেও একই চিত্র। বিক্রেতাদের অভিযোগ, মিল মালিকদের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে চাল।এছাড়া চালের অর্ডার দিলেও দুই একদিন দেরি করে দিচ্ছে আগে যেখানে অর্ডার দেয়ার প্রতিদিনের চাল প্রতিদিনই দিয়ে দিত।

অন্যদিকে, পাইকারদের অভিযোগ, চালের বাজার নিয়ে সিন্ডিকেট করেছেন মিলমালিকরা।তারা বলেন, মিলমালিকরা চাল ছাড়ছে না। এক সপ্তাহ আগে চালের টাকা দিলেও এখনো তারা চাল দিচ্ছে না।দাম বাড়ানোর জন্যই মিলমালিকরা চাল দিতে চাচ্ছে না। সরকার কোন পদক্ষেপ না নিলে চালের দাম আরও বাড়বে।

আরও পড়ুন