জাতীয়, শিক্ষা

পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা, শুরু হবে ৩রা ফেব্রুয়ারি

ময়ূখ

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই জানুয়ারী ২০২০ ০৮:০৫:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় ১লা ফেব্রুয়ারি ২০২০ তারিখে শুরু না হয়ে ৩রা ফেব্রুয়ারি ২০২০ তারিখ থেকে শুরু হবে।

আগামী ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

সিটি করপরেশন নির্বাচনের কারণেই পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর। রবিবার দেয়া হবে নতুন রুটিন।

এ বিষয়ে হেয়ার রোডে নিজের বাসভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বছর তিন হাজার ৫১২টি কেন্দ্রে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে। এদিকে, এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে ২৫শে জানুয়ারি থেকে এক মাস সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আরও পড়ুন