জাতীয়, নারী, আইন ও কানুন

পোশাক ও কল কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ হাইকোর্টের

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি ২০২০ ০১:০৮:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সব কল কারখানা ও পোশাক কারখানাগুলোতে দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া, আদেশ বাস্তবায়ন করে শ্রম সচিবসহ সংশ্লিষ্টদের আদালতের প্রতিবেদনে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

দেশের ছয়টি রেলস্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার করা হয়েছে। পাসপোর্ট অফিসগুলোতে করা হয়েছে। গার্মেন্টস কারখানাতে ব্রেস্ট ফিডিং কর্নার না হওয়ায় রিটকারি আইনজীবী ইশরাত হাসান আদালতে আবেদন করলে এই আদেশ দেন।

এদিকে, হাইকোর্টের একই বেঞ্চ রাজধানীতে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেণুর বিষয়ে আইজিপি দপ্তর আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে ওই ঘটনায় ১৪ জনকে আটক করাসহ জনসচেতনতার উদ্যোগ নেয়া হয়েছে। ১লা মার্চ এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেবেন হাইকোর্ট। 

আরও পড়ুন