বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

'পোস্টার মিলন' নিজের পরিচিতি দিয়ে ভোটারদের মন জয় করতে চান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ০৮:৫১:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারা বছরই রাজধানীর মহাসড়ক, অলি-গলি কিংবা বাসা-বাড়ির দেয়াল যার রঙিন পোস্টারে ছেয়ে থাকে, তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন। অনেকে তাই মজার ছলে তাকে 'পোস্টার মিলন' নামে ডাকেন।  

তবে, পোস্টার দিয়ে নয়, নিজের পরিচিতি ব্যবহার করে মানুষের মন জয় করার আশাবাদ জানিয়েছেন সাইফুদ্দিন আহম্মেদ মিলন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহম্মেদ মিলন বলেন, 'আমার পোষ্টারটা মানুষের নজর কাড়ে। সে জন্য আনেকেই হয়তো আমাকে সহ্য করতে পারে না। যেহেতু বেরুলেই আমাকে দেখতে হয়।' পোস্টার সম্পর্কে জানতে চাইলে, নিজেকে এভাবেই তুলে ধরলেন ঢাকা দক্ষিণে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহম্মেদ মিলন। 

আওয়ামী লীগ, বিএনপির মেয়র দেখতে দেখতে জনগণ বিরক্ত; লাঙলে ভোটের জোয়ার ছুটবে বলে মনে করেন সাইফুদ্দিন আহম্মেদ মিলন। তিনি বলেন, 'আওয়ামী লীঘ, বিএনপি পাশ করবে এটা স্বাভাবিক ব্যাপার। তৃতীয় কোন শক্তি যদি নির্বাচনে পাশ করে তবে সরকার ভয় পাবে। মানুষ যদি ভোট দিতে পারে তবে দেখবেন ভোটের জোয়ার বইবে।'

তবে, নির্বাচনে জয়লাভের রেকর্ড মোটেই ভালো নয় তার।  ২০১৫ সালের সিটি নির্বাচনে সোফা প্রতীকে মাত্র ৪ হাজার ৫১৯ ভোট পেয়েছিলেন।  হয়েছিলেঅ জামানত বাজেয়াপ্ত ।
তবুও, এসব পরিসংখ্যানকে হিসেবের বাইরে রেখেই মানুষের জন্য রাজনীতি করতে চান তিনি। সাইফুদ্দিন আহম্মেদ মিলন আরও বলেন, 'যদি সত্যিকারের ভোট হয় তবে অসম্ভব কিছু ঘটবে। আমার তো চাওয়া পাওয়ার কিছু নাই। আমি যদি চাইতাম মন্ত্রী, এমপি, মেয়র হতে; আওয়ামী লীগ বিএনপি থেকে আমার অনেকবার আমার কাছে অনেক বড় বড় অফার আসছে। আমি কোন দিন দলত্যাগ করিনি।'

মহাজোটের অংশ হলেও ভোটের মাঠে শেষ পর্যন্ত থেকে জনগণের রায় নেওয়ার কথা জানান তিনি। সাইফুদ্দিন আহম্মেদ মিলন জানান, 'এই নির্বাচনের মাধ্যমে পুরা ঢাকা শহর জয় করতে চাই।'

আরও পড়ুন