আন্তর্জাতিক, ইউরোপ, নারী

প্রথমবারের মত ভ্যাটিকানে শীর্ষ কূটনৈতিক পদে নারী নিয়োগ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই জানুয়ারী ২০২০ ০২:৫২:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনৈতিক পদে প্রথমবারের মতো এক নারী সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস দেশটির উচ্চপদস্থ এক আসনে দায়িত্ব দেন ইতালীয় নারী ফ্র্যান্চেসকা ডি জিওভানিকে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, নারীদের কখনও প্রশাসনের দায়িত্ব দেয়া হয়নি। রোমান ক্যাথলিক চার্চ সবসময়ই পাদ্রীদের নিয়োগ দিয়ে এসেছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ জিওভানি ২৭ বছর ধরে পররাষ্ট্র দপ্তরে কাজ করে আসছেন।

আরও পড়ুন