আন্তর্জাতিক, বিনোদন

প্রদর্শনীর পালা শেষ, অপেক্ষা পুরস্কারের

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই জুলাই ২০২১ ০৯:৩৫:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাল চলচ্চিত্র উৎসবে আ সার্তেই রিগা বিভাগে স্থান পাওয়া বাংলাদেশি সিনেমা 'রেহানা মরিয়ম নূর'র অবস্থান জানতে অপেক্ষা মাত্র এক দিনের।

চলছে কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর। ভূমধ্যসাগরের তীরে ফ্রান্সের কান শহরে জৌলুস ছড়াচ্ছেন বিশ্বের সব হেভিওয়েট তারকারা। প্রদর্শনী শেষে এবার অপেক্ষা পুরস্কার ঘোষণার। উৎসবে আ সার্তেই রিগা বিভাগে স্থান পাওয়া বাংলাদেশি সিনেমা রেহানা মরিয়ম নূরের অবস্থান জানতে অপেক্ষা মাত্র এক দিনের।

চলচ্চিত্র প্রদর্শনীর পালা শেষে শুক্রবার ঘোষণা করা হবে চলচ্চিত্র জগতের অন্যতম আয়োজন কানের পুরস্কার কানের রিগা অ্যাওয়ার্ড।

দশদিন ধরে বিভিন্ন বিভাগে সাজানো ৪৪টি চলচ্চিত্র প্রদর্শিত হয় এবারের কানে। দু'টি বিভাগে সাজানো এসব চলচ্চিত্রের প্রদর্শনীর আগেই সম্মানসূচক পাম দ'র পুরস্কারের সুখবরটা পেয়েছেন হলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক জোডি ফস্টার ও ইতালির চলচ্চিত্র নির্মাতা মার্কো বেল্লেচ্চিও।

ফরাসি পরিচালক লিও কারাক্সের সিনেমা 'আনেত্তে'  প্রদর্শনির মধ্য দিয়ে শুরু হয়েছিল এবারের উৎসব। এরপর একে একে প্রদর্শিত হয়েছে ইলদিগো এনইয়দি পরিচালিত 'দ্য স্টোরি অফ মাই ওয়াইফ', ভেরহোয়েভেন পরিচালিত বেনেদেত্তা, রিউসুকে নির্মিত জাপানী সিনেমা ড্রাইভ মাই কার, শন পেন পরিচালিত ফ্ল্যাগ ডেসহ দুর্দান্ত সব সিনেমা।

এবারের কান উৎসবে বাড়তি পাওনা ছিল ফ্রান্সের জাতীয় উৎসব বাস্তিল ডে। দিনটি উৎযাপনে কানের উৎসব কেন্দ্রের সম্মুখ সরোবরে আয়োজন করা হয়েছিল আতশবাজির।

‘আ সার্তেই রিগা’ বিভাগে বিশ্বের নানা দেশের ২০টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এরই মধ্যে কানের মার্শে দু ফিল্মের ডকস ইন প্রোগ্রেসে পুরস্কার জিতেছে তাহরিমা খানের মুন্নি। ৩২ টি প্রকল্পের মধ্যে ছয়টি প্রকল্প জিতেছে এ পুরস্কার।

শনিবার উৎসবের পর্দা নামার মধ্য দিয়ে শেষ হবে ১২ দিনের জমকালো ৭৪তম আসরের।

আরও পড়ুন