আন্তর্জাতিক, আরব

প্রবল শীতে মারা যেতে পারে আফগানিস্তানের দশ লাখ শিশু; পুষ্টহীনতায় ভুগবে ৩২ লাখ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফারুক হোসাইন

ডিবিসি নিউজ

শুক্রবার ১২ই নভেম্বর ২০২১ ০৮:৫১:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অর্থনৈতিক মন্দা ও খরায় আফগানিস্তানে দুর্ভিক্ষ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এবছরের শেষ নাগাদ আফগানিস্তানে ৩২ লাখ শিশু চরম পুষ্টিহীনতায় ভুগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরমধ্যে দশ লাখ শিশু মারা যেতে পারে তাপমাত্রা কমে যাওয়ার ফলে।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, গত আগস্ট মাসে তালেবান ক্ষমতা দখলের পর  আফগানিস্তানে আর্থিক সহায়তা প্রত্যাহার করে পশ্চিমা দেশগুলি। অর্থনৈতিক মন্দা ও খরা এই দুয়ে মিলে দুর্ভিক্ষ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এছাড়া দেশটিতে বিশেষভাবে ক্ষতির মুখে পরেছে স্বাস্থ্য খাত। সম্প্রতি দেশটিতে তাপমাত্রা কমে যাওয়ায় বৃদ্ধসহ অনেক শিশুই বিভিন্ন রোগে আক্রান্ত করতে পারে। এরইমধ্যে ব্যপকভাবে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। এখনি যথাযথ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশংকা করেছেন তিনি। 

আরও পড়ুন