ধর্ম, জাতীয়

প্রবারণা পূর্ণিমা রবিবার

ময়ূখ

ডিবিসি নিউজ

শনিবার ১২ই অক্টোবর ২০১৯ ০৮:৩০:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রবিবার পালিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব প্রবারণা পূর্ণিমা।  

শত শত দর্শনার্থী সমবেত হবেন বৌদ্ধ বিহারগুলোতে। দিনটি উপলক্ষ্যে খাগড়াছড়ির বিভিন্ন বিহারে চলছে নানা প্রস্তুতি। নানা রংয়ে সাজানো হচ্ছে বিহারগুলোকে। তৈরি করা হচ্ছে বাহারি ফানুস।  

আষাঢ়ি পূর্ণিমার পর থেকে তিন মাস ব্রত পালনের পর আসে প্রবারণা পূর্ণিমা। এই পূর্ণিমায় পাপ স্বীকার করে পরিশুদ্ধ হন বৌদ্ধ ভিক্ষুরা। 
 
এই উৎসবের বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ধর্মপুর বিহারের পরিচালনা কমিটির সদস্য খুলারাম চাকমা। এছাড়াও, প্রবারণ পূর্ণিমা উদযাপনের আয়োজন চলছে জনবল, বৈজয়ন্তী ও য়ংডসহ জেলার আরও অনেক বিহারে। সারাদিন ধরে চলবে ভিক্ষুদের পিণ্ডদান, সংঘদান ও হাজার বাতি দানের মতো বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান।  

সন্ধ্যায় শত শত ফানুস উড়ানোর পাশাপাশি বিশ্বের সব প্রাণির মঙ্গল কামনা করবেন ভিক্ষুরা। 

আরও পড়ুন