জেলার সংবাদ, সংস্কৃতি

প্রস্তুত ছেঁউড়িয়া, কাল থেকে শুরু তিনদিনের লালন উৎসব

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ১০:২৫:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৬ই অক্টোবর। ফকির লালন শাহের ১২৯তম তিরোধান দিবস। এ উপলক্ষে, কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিনদিনের লালন উৎসব।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মরাকালি নদীর পাড়ে শুরু হচ্ছে তিন দিনের উৎসব। বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৯তম তিরোধান দিবসকে কেন্দ্র করে এখন সাজসাজ রব পুরো আঁখড়াবাড়ি জুড়ে।

উৎসবে যোগ দিতে আসছেন বাউল, সাধু আর দর্শনার্থী। উৎসবে যোগ দিতে পরিবার পরিজনসহ আসছেন অনেকেই।

এদিকে, উৎসবে আসা বাউলদের থাকা খাওয়াসহ যাবতীয় প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন ও লালন একাডেমি।

উৎসবকে কেন্দ্র করে তিনস্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।

বুধবার শুরু হয়ে আয়োজন চলবে শুক্রবার পর্যন্ত। উৎসব উপলক্ষে মাঠে বসছে গ্রামীণ মেলা। দেশ-বিদেশের লাখো ভক্ত অনুসারী উৎসবে যোগ দেবেন বলে আশা আয়োজকদের।

আরও পড়ুন