বাংলাদেশ, জাতীয়, আইন ও কানুন

"প্রাকৃতিক জলাশয় ও পুকুর বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে"

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৮ই ফেব্রুয়ারি ২০২১ ০৭:৩৭:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রাকৃতিক জলাশয় ও পুকুর বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় কোন ভরাট কার্যক্রম অন্তর্ভূক্ত করা যাবে না। সকালে সচিবালয়ে জাতীয় পরিবেশ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এসব কথা জানান।

কমিটির অন্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ওপেন ডাম্পিং বন্ধ করার জন্য সিটি করপোরেশন ও পৌরসভাগুলো পরিকল্পিত উপায়ে স্যানিসটারি ল্যান্ডফিল স্থাপনে জরুরি কার্যক্রম গ্রহণ করবে।

বিভাগ ও জেলা শহর এবং পৌরসভাগুলোর মেডিকেল ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিভাগ জরুরি ভিত্তিতে প্রকল্প নেবে। ছিদ্রযুক্ত ইট তৈরি এবং বল্ক উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে বাধ্যতামূলক করতে হবে বলেও সিদ্ধান্ত দিয়েছে জাতীয় কমিটি।

আরও পড়ুন