খেলাধুলা, ফুটবল

প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করল ব্রাজিল

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই মে ২০২২ ০৫:০৭:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করেছে ব্রাজিল। আগামী ১১ই জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে হওয়ার কথা ছিল চির প্রতিদ্বন্দ্বি দুই দলের মধ্যকার প্রীতি ম্যাচটি।

সে ম্যাচ বাতিল করলেও জুনে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেকাওরা। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা। খবর- ফ্রান্স২৪।

আর সেই দুটি ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে রয়েছে চমক। ২৭ সদস্যের দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন পালমেইরাস মিডফিল্ডার দানিলো।

ইনজুরির কারণে দলে বাদ পড়েছেন আর্থুর ও এন্তোনি। বর্ষীয়ান ডিফেন্ডার দানি আলভেসকে রাখা হয়েছে দলে। ফিরেছেন গ্যাব্রিয়েল জেসুস, অ্যালেক্স সান্দ্রো আর ম্যাথিউজ কুনহা। 

আগামী ২রা জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সিওলে এবং ৬ই জুন জাপানের বিপক্ষে টোকিওতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: আলিসন, এডারসন, ওয়েভারটন

ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেল্লেস, আরানা, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কুইনস, থিয়াগো সিলভা।

ফরোয়ার্ড: ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মার্টিনেল্লি, নেইমার, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহা।

মিডফিল্ডার: দানিলো, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, ফাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ফিলিপে কুটিনহো।

আরও পড়ুন