আন্তর্জাতিক, আমেরিকা

প্রেসিডেন্টের ক্ষমা পেতে ঘুস, যুক্তরাষ্ট্রে তদন্ত শুরু

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২রা ডিসেম্বর ২০২০ ০৫:৪৮:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রেসিডেন্টের ক্ষমা পেতে ঘুস, এনিয়ে হোয়াইট হাউজে এমন লেনদেনের পরিকল্পনার একটি ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ বেরিল হাওয়েল মঙ্গলবার এই তদন্ত শুরু করার অনুমতি দেন। এ বিষয়ে আদালত একটি রেকর্ড ওয়েবসাইটে প্রকাশ করেছে। তবে ১৮ পৃষ্ঠার ওই রেকর্ডের অর্ধেক তথ্যই ঢেকে দেয়া হয়েছে। যে অংশটুকু পড়া যায়, তাতে কারও নাম বা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য নেই।

ওয়াশিংটনে ফেডারেল প্রসিকিউটররা আদালতকে জানান, ঘুষ লেনদেনের পরিকল্পনার কিছু প্রমাণ তারা পেয়েছেন, যেখানে প্রেসিডেন্টের ক্ষমা বা দণ্ড মওকুফের বিনিময়ে বড় ধরনের রাজনৈতিক সুবিধা দেয়ার প্রস্তাব করার কথা রয়েছে।  

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহেই তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সাজা মওকুফ করার আদেশ দেন।

আরও পড়ুন