জাতীয়, রাজধানী

প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ অন্তত ৩২

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ০৬:০৩:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অগ্নিদগ্ধ একজনের মৃতদেহ উদ্ধার।হতাহতের সংখ্যা আরও বাড়ার আশংকা।

গ্যাস লিকেজ থেকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে মারা গেছেন একজন। দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি রয়েছেন ৩২জন। তাদের সবার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।  

বুধবার, বিকেল চারটার দিকে বিকট শব্দে ওই প্লাস্টিকের পণ্য তৈরীর কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটসহ ক্রাউড কন্ট্রোল টিমের সদস্যরা দীর্ঘ ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কারখানার ভিতরে দুই থেকে আড়াইশ শ্রমিক কাজ করছিলো। দ্রুত বহির্গমনের কোন ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  আহতদের  জন্যে রক্তের উপাদান ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দরকার বলে জানান চিকিৎসকরা।

আহতদের পরিদর্শনে এসে স্থানীয় সংসদ সদস্য নসরুল হামিদ জানান, স্ব স্ব কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। 

এর আগেও এই কারখানায় তিনবার আগুনের ঘটনা ঘটেছে। আবাসিক এলাকা থেকে দাহ্য পদার্থের কারাখানা অপসারণের দাবি জানান এলাকাবাসী।

আরও পড়ুন