বাংলাদেশ, অর্থনীতি, জেলার সংবাদ, লাইফস্টাইল

ফরিদপুরে চলছে মাসব্যাপী ব্র্যান্ডিং মেলা

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০১৯ ১১:০১:৫৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরে জমে উঠছে জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী ব্র্যান্ডিং মেলা।

পাট উৎপাদনের স্বীকৃতি হিসাবে একে ফরিদপুর জেলার পণ্য হিসেবে ব্র্যান্ডিং করা হচ্ছে।  মেলার শুরুটা ধীরগতির হলেও দর্শনার্থীর সমাগম দিন দিন বাড়ছে।

ফরিদপুর জেলা প্রশাসন প্রতি বছর পণ্যটি নিয়ে ব্র্যান্ডিং মেলার আয়োজন করে আসছে। এ ধরনের মেলায় বিনোদনের পাশাপাশি পাটজাত পণ্যের বাজার বাড়ানোর কথা বলছেন দর্শনার্থীরা।

এবছর পাট পণ্যের বিভিন্ন কোম্পানির পাশাপাশি  ১২০ জন দোকানি তাদের পশরা সাজিয়ে বসেছেন মেলায়।  এসব স্টলে আছে মৃৎশিল্প, অলংকার, জুতা-কাপড়, খাবার, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রসহ বিভিন্ন পণ্য।  মেলায় আছে বিনোদনের ব্যবস্থাও।

মেলায় অংশ নেয়া একজন নারী উদ্যোক্তা বলেন, "যারা ক্ষুদ্রশিল্পে কাজ করছেন, অথবা অসহায় নারী, তাদের দিয়ে আমরা কিছু হাতের কাজ করাই।  এই পণ্যগুলো আমরা এই মেলায় স্টলে তুলেছি।"

জনগণকে পাটপণ্যে আগ্রহী করে তুলতেই এ আয়োজন বলে জানালেন ফরিদপুরে জেলা প্রশাসক অতুল সরকার।

"পাটকে ফরিদপুরের ব্র্যান্ডিং পণ্য হিসেবে ঘোষণা করেছি আমরা।  পাটের প্রতি যাদের ভালোবাসা রয়েছে, ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রতি যাদের ভালোবাসা রয়েছে, তারা যেন এ মেলাকে আসতে অধিকতর আগ্রহী হয় সেই প্রচেষ্টা রয়েছে আমাদের।"

দর্শনার্থীরা বলছেন, এ ধরনের উদ্যোগ আরো বেশি করে হলে পাটপণ্যের রপ্তানি বাড়ার পাশাপাশি কৃষকেরা ন্যায্য মূল্য পাবেন।

গত ৩০ নভেম্বর শুরু হয়ে মাসব্যপী এই মেলা শেষ হবে ২৯ ডিসেম্বর।

আরও পড়ুন