সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপ

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ১২:২৩:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাফ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল ফাইনালে আজ মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

ফাইনালের আগে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে বাংলাদেশ। তবে, তুলনামূলক বেশি অ্যাটাকিং ছিলো ভারত। গোলের সুযোগও বেশি পেয়েছে তারা।

ফাইনালে পূর্ণ শক্তি দিয়ে খেলতে চায় বাংলাদেশ। ভারতকে দিতে চায় না কোন সুযোগ। সেই লক্ষ্যে প্রস্তুতি ভালভাবেই সেরেছে ছোটন শিষ্যরা।

গত বছর, বাংলাদেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৫ আসরের শিরোপা জিতেছিল ভারত। কিন্তু, তার আগের বছর ঘরের মাঠে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের কিশোরীরা।

আরও পড়ুন