ধর্ম, জেলার সংবাদ, সংস্কৃতি, অন্যান্য ধর্ম

ফানুস-প্রদীপে রঙিন প্রবারণা পূর্ণিমার উৎসব

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ১০:৫২:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বান্দরবানের ঘরে ঘরে উৎসবের আমেজ। বিহারগুলোকে সাজানো হয়েছে নানা রংয়ের বাতি দিয়ে।

বর্ণিল আয়োজনে বান্দরবানে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা উৎসব। ফানুস ওড়ানো, পিঠা তৈরি, প্রদীপ জ্বালানোর মতো নানা আয়োজনে চলা এ অনুষ্ঠান আজ  সোমবার মধ্যরাতে সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসব ঘিরে জেলার বিভিন্ন জায়গায় চলছে নানা আচার-অনুষ্ঠান। সবার মঙ্গল কামনায় করা হচ্ছে বিশেষ প্রার্থনা।

বিহারগুলোতে মোমবাতির আলো আর উড়ন্ত ফানুসে রঙিন হয়ে ওঠে রাতের আকাশ। এছাড়াও, চলছে পিঠা তৈরি ও রথযাত্রার আয়োজন।

প্রবারণার আয়োজন সুষ্ঠুভাবে চলছে বলে জানায় বান্দরবান উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কো কো চিং।

শনিবার থেকে শুরু হওয়া প্রবারণা উৎসব আজ মধ্যরাতে রথ বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে।

আরও পড়ুন