আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়ালো শতাধিক

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই মে ২০২১ ০৯:১২:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েল ও ফিলিস্তিনে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলায় মৃতের সংখ্যা শতাদিক ছাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার (১৩ মে) পর্যন্ত সেখানে ১০৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ২৮ শিশু ও অন্তত ১১ নারী। এছাড়া সোমবার থেকে শুরু হওয়া সংঘাতে আহত হয়েছেন অন্তত ৫৮০ জন। করোনার কারণে এমনিতেই চাপের মুখে থাকা হাসপাতালগুলো হামলায় আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, গাজা শাসনকারী হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা অব্যাহত রেখেছে হামাস। চলমান উত্তেজনার মধ্যে লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার দাবি করেছে তেল আবিব।

এদিকে, ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে তিনটি রকেট হামলা চালায় লেবানন, তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন