বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

ফের পেছাল রাবি শিক্ষক তাহের হত্যা মামলার শুনানি

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে জানুয়ারী ২০২২ ১০:৩৩:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আইনজীবী অসুস্থ থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস তাহের হত্যা মামলার শুনানি পিছিয়ে ৮ই ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ নতুন তারিখ ধার্য করেন। 
 
এর আগে আপিল শুনানি ১৮ই জানুয়ারি ধার্য থাকলেও সেদিন শুনানির জন্য ২৫শে জানুয়ারি নির্ধারন করা হয়। ২০০৬ সালের ১লা ফেব্রুয়ারি তাহের আহমেদ নিখোঁজ হন।

এরপর ৩রা ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসার বাইরে ম্যানহোল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় দু'জনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট।

তারা ছিলেন ড. তাহেরের সহকর্মী ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং ড. তাহেরের বাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এছাড়া, আব্দুস সালাম ও নাজমুল নামে দুই আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিলো হাইকোর্ট। দণ্ডিত ৪ আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।

আরও পড়ুন