রাজনীতি, জেলার সংবাদ, বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্য

ফোন করলেই করোনা রোগীরা পাচ্ছেন অক্সিজেন সিলিন্ডার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ১৮ই জুলাই ২০২১ ১২:১৩:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনরাতের যে কোন সময় ফোন করলেই বিনামূল্যে করোনা রোগীর কাছে পৌঁছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার। মহামারির এই সময়ে পাবনায় তীব্র অক্সিজেন সংকট দেখা দিলে এমন উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা ছাত্রলীগ ও যুবলীগ। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সাহায্যের আশায় প্রতিনিয়ত ফোন আসছে করোনা আক্রান্ত রোগীর অসহায় স্বজনদের। ফোন পাওয়ার সাথে সাথেই পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে সঙ্কটাপন্ন রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ৩০ জুন থেকে জেলা ছাত্রলীগের ৪০ নেতাকর্মী ৫০টি সিলিন্ডারের মাধ্যমে সরবরাহ করছেন অক্সিজেন। একইভাবে ৭৭টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ২ জুলাই থেকে কন্ট্রোল রুম খুলেছে জেলা যুবলীগও।

পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান বলেন, 'আমরা পাবনাতে প্রথম ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে যাদের অক্সিজেন প্রয়োজন তাদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি।'

পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক জানান, 'খাদ্যদ্রব্যের চেয়েও অক্সিজেন মানুষের বেশি জরুরি হয়ে পড়েছে। যুবলীগ যেভাবে আজীবন মানুষের পাশে থেকেছে। এখনো সেভাবেই কাজ করে যাচ্ছে।'

বিনামূল্যে নেতাকর্মীদের এমন উদ্যোগে কৃতজ্ঞ জেলার করোনা রোগীদের পরিবারের সদস্যরা।

এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অক্সিজেন ব্যবহারে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকের।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) সালেহ মুহাম্মদ আলী বলেন, 'শুধু চিকিৎসক হিসেবে নয় একজন সাধারণ নাগরিক হিসেবে এই উদ্যোগকে স্বাগত জানাই। অনেকেই আছেন যে কখন অক্সিজেন প্রয়োজন হবে সেই আশঙ্কায় অক্সিজেন সিলিন্ডার কিনে স্টক করে রাখছেন। যেটার আদৌ প্রয়োজন আছে কিনা ভেবে দেখা দরকার।'

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার (১৭ জুলাই) পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২২৫ জন আর প্রাণ গেছে ১০৮ জনের।

আরও পড়ুন