আন্তর্জাতিক, ইউরোপ

ফ্যারো আইল্যান্ডসে একদিনে ১ হাজার ৪শ ডলফিন শিকার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৫ই সেপ্টেম্বর ২০২১ ০১:০৮:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আটলান্টিক মহাসাগরের ফ্যারো আইল্যান্ডসে একদিনেই হত্যা করা হয়েছে এক হাজার ৪শ ডলফিন।

গ্রিন্ডাড্র্যাপ নামের ড্যানিশদের হাজার বছরের পুরনো এ উৎসব ঘিরে রেকর্ড সংখ্যক ডলফিন হত্যা করা হলো। ডলফিন হত্যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা।

মার্কিন এনজিও সি শেফার্ড কনজারভেটিভ সোসাইটির মতে একপাশ সাদা দেখতে রেকর্ড ১৪২৮ টিরও বেশি ডলফিন হত্যা করা হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ফ্যারো দ্বীপবাসীরা তাদের ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতিবছর ডলফিন হত্যা করে।

তবে পরিবেশ কর্মীদের দাবি ডলফিন থেকে যে পরিমান খাবার আহরণ দরকার তার চেয়ে বেশি সংখ্যক ডলফিন হত্যা করা হয়েছে।

আরও পড়ুন