সাহিত্য, রাজধানী, সংস্কৃতি

বইবন্ধুর সাথে অনুষ্ঠিত হলো বই বিনিময় উৎসব

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২১ ১১:৫৫:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পড়া হয়ে গেছে, এমন বইটি জমা দিয়ে নেয়া যাবে অন্য কোনো বই। ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী এই বই উৎসব। উৎসবে পাঠকের সাড়াও ছিলো উৎসাহব্যঞ্জক।

ভাষার মাস মানেই বইপ্রেমীদের মিলনমেলার উৎসব। ফেব্রুয়ারি মানেই পাঠকদের কাছে না-পড়া বইয়ের জন্য। এক অন্য রকম আকাঙ্ক্ষা।

এবার করোনায় ভাটা পড়েছে সেখানেও। তাই বলে কি থেমে থাকবে পাঠকদের আগ্রহ? বই বন্ধুর আয়োজনে রাজধানীতে প্রথমবারের অনুষ্ঠিত হয়ে গেলো বই বিনিময় উৎসব। নিজের পড়া বই নিয়ে এসে তার পরিবর্তে নিয়ে যাওয়া যাবে না পড়া যে কোনো বই। ভিন্নধর্মী এই আয়োজনে খুশি পাঠকরা।

উৎসবে আসা পাঠকরা জানান, 'বইমেলা হচ্ছেনা তবে এটা ভালো যে একটা অর্গানাইজেশন এরকম একটা কাজ করছে। যে বইগুলো আমি পড়ে ফেলেছি সেগুলো দিয়ে যেগুলো পড়া হয়নি সেগুলো নিতে পারছি। এটা অবশ্যই সুন্দর একটা উদ্যোগ। সামনের বছর বইমেলার পাশাপাশি এটাকেও চাই আমরা।'

ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে এই ধরণের আয়োজন আরো বড় পরিসরে করার প্রত্যাশা আয়োজকদের। তারা জানান, 'এই আয়োজন করতে গিয়ে শুরুতে মনে হয়েছিলো খুব একটা সাড়া পাবো না আমরা। তবে প্রচুর বইপ্রেমীর আগমন হয়েছে এখানে।'

ভিন্নধর্মী এই বই উৎসবের মিডিয়া পার্টনার ডিবিসি নিউজ।

আরও পড়ুন