বাংলাদেশ, জাতীয়

বগুড়া সেনানিবাসে অষ্টম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নিলেন সেনাপ্রধান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২২শে সেপ্টেম্বর ২০২১ ১২:৫০:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের ৮ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সকালে মাঝিড়া সেনানিবাসে কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধানকে কর্নেল রেঙ্ক ব্যাজ পরানো হয়।

এসময় সাঁজোয়া কোরের সকল ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করে।

পরে এক বক্তব্যে সেনাসদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহবান জানান সেনাপ্রধান।

এসময় তিনি মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে সাঁজোয়া কোরের গৌরবোজ্জল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের কথা স্মরণ করেন।

পরে সাঁজোয়া কোরের বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘সাঁজোয়া’ চিরন্তনে শ্রদ্ধা এবং জাদুঘর পরিদর্শন করেন সেনাপ্রধান।

আরও পড়ুন